গাজীপুরে হার পাওয়ার প্রজেক্টের উদ্যোগে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ 234 0
গাজীপুরে হার পাওয়ার প্রজেক্টের উদ্যোগে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ
: গাজীপুরে সদর উপজেলার হার পাওয়ার প্রজেক্টের ৮০জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দেশীয় পন্য ওয়ালটন ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবিদা সুলতানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক ও সদর উপজেলা আইসিটি মোঃ ইমাম মেহেদীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সরকারের ভিশন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন কার্যক্রম শক্তিশালী করা হবে। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাচ্ছে।